Forex Bangladesh-We are Proposing Forex & Crypto Training course
What is Forex training?Ans:Forex training is a type of specialized instruction or mentorship that provides skills and information about forex trading tactics, methods, and successful practices- ফরেক্স মার্কেটে সফলতার পূর্বশর্ত হলো যথাযথ প্রশিক্ষন ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। কারন ফরেক্স মার্কেটে রাতা-রাতি কিছুই করা সম্ভব নয়। একজন ট্রেডার হিসাবে ট্রেডিং মার্কেট নিয়ে বহু স্বপ্ন এবং পরিকল্পনা থাকাটি খুবই স্বাভাবিক ব্যাপার।কিন্তু সে স্বপ্ন পূরনের জন্য প্রয়োজন বাস্তব সম্মত পরিকল্পনা।
ফরেক্স হচ্ছে ৭ ট্রিলিয়ন ডলারের ট্রেডিং মার্কেট।যাকে কেন্দ্র করে ট্রেডিং বিশ্বে BLACKROCK, VANGUARD, FIDELITY , JPMORGAN-এর মতো বহু Investment Company- গড়ে উঠেছে। ট্রেডিং মার্কেটের চ্যালেঞ্জ গ্রহন এবং প্রফিটাবল ট্রেড নিশ্চিত করতে এসব ইন্ভেস্টমেন্ট ফার্ম গুলো হাই স্কীল্ড ট্রেডার এবং ইকোনমী এক্সপার্ট নিয়োগ দিয়ে থাকেন , যারা ইকনোমী ,জিওপলিটিক্স ,মার্কেট প্যাটার্ন ইত্যাদি বিশ্লেষন করে একটা প্রফিটাবল ট্রেড নিশ্চিত করে। বিপরীতে ফরেক্স নিয়ে আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি দেখলে একথা উপলব্ধি হয় যে ,ফরেক্স বোদ্ধারা আমাদের কাছে বাচ্চা সমতুল্য..!! ফরেক্স মার্কেট আমাদের কে কি চ্যালেঞ্জ করবে,আমরা নিজেরাই ফরেক্স কে চ্যালেঞ্জ করি ? এ মার্কেটে আগত অধিকাংশ নবীন ট্রেডারদের দৃষ্টিভঙ্গি ঠিক এমনই ,যা খুবই হতাশা জনক।
ফরেক্স হচ্ছে গবেষনার বিষয়।এটা শিক্ষিত,ধৈর্যশীল, ঠান্ডা মস্তিষ্কের অধিকারী ,স্মার্ট লোকের ব্যবসা। এ ব্যবসা সবার জন্য উম্মোক্ত হলেও এটি সবার জন্য উপযু্ক্ত নয়। এখানে ট্রেডার কোয়ালিটি আবশ্যক।ট্রেডার কোয়ালিটি ছাড়া কারো পক্ষে এ মার্কেটে দীর্ঘায়ু হওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের মাধ্যে যারা ফরেক্স থেকে কোন প্রকার ট্রেনিং ও প্রস্তুতি ছাড়া দ্রুত সফলতার স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এমন চাওয়া পাওয়াই পরিনত হওয়াটা খুবই চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ ব্যাপার।এক্ষেত্রে রিস্ক এন্ড রিওয়ার্ড/ ঝুঁকি এবং পুরস্কার দুটাই অপ্রত্যাশিত। তাছাড়া ফরেক্স হচ্ছে অন্যসব ফ্রিল্যান্সিং প্রোগ্রাম থেকে সম্পূর্ন ব্যাতিক্রম। ফলে সহজেই একজন নবীন ট্রেডারের জন্য এটি অর্জন করা অনেকটাই অসম্ভব।পরিসংখ্যানে বলা হয়ে থাকে এ মার্কেটে আগত নবীনদের ৯৫% ই ক্ষতিগ্রস্থ। অতএব কোন রকম ACCOUNT ওপেন করে BUY & SELL এ ক্লিক করা জানলেই ফরেক্স শেখা হয়ে যায় না। তাই একটু সতর্কতা অবলম্বন করা উচিত।
FOREX & CRYPTO BASIC TO ADVANCE
PROFESSIONAL TRAINING COURSE (Fee-25,000tk)
CHAPTER-01: Forex Basic (Forex Market,Broker & MT4)
Classes
- 01| Introducing Forex Market
- 02| Speculative Market & Trading.
- 03| Liquidity Pool & Market structure.
- 04| Brooking System & Finance.
- 05| Trading Platform-P1
- 06| Trading Platfrom-Part-02
CHAPTER-02: Technical Analysis
Classes
- 07-01| Candle Sticks Pattern
- 08-02| Chart Pattern Basic & Advance.
- 09-03| Price Action Basic.
- 10-04| Advance Price Action.
- 11-05| All about Forex Indicators
CHAPTER-03: Fundamental Analysis
Classes
- 12-01| Fundamental & Economy
- 13-02| Supply & Demand
- 14-03| Currency Analyzing
- 15-04| Technical vs Fundamental
CHAPTER-04:Trading Strategy
Classes
- 16-01| Forex Dealing System & Types
- 17-02| Trading Strategy:Part-01
- 18-03| Trading Strategy:Part-02
- 19-04| Advance Trading tools for Crypto
CHAPTER-05:Trading Psychology
Classes
- 20-01| Risk Management.
- 21-02| Study Tools & Trading Plan
- 22-03| Trading Journal & Mistakes
- 23-04| Account and Finance
CHAPTER-06:Crypto Market
Classes
- 24-01| Blockchain & Crypto Market
- 25-02| All About TOKEN & COIN
- 26-03| Rug Pull & Scam Analysis
- 27-04| DeFi Trading & Wallet maintenance
- ⏰ Course Duration: ক্লাস পিরিয়ড সর্বোচ্চ তিন মাস। উক্ত সময় অতিবাহিত হলে আপনাকে প্রতিটি অসমাপ্ত ক্লাসের জন্য 500 টাকা জরিমানা প্রদান করতে হবে।
- ✍️ Classes per week: সর্বোচ্চ ৪ টি । তবে আলোচনা সাপেক্ষে এটি কম-বেশি হতে পারে।
- ⏰ Class Time:6AM-10AM,6PM-12PM
- 📩 PAYMENT: তিন ধাপে কোর্স ফি পরিশোধ করতে পারবেন।
- 📩 1st Installment : 10,000TK (At the time of admission)
- 📩 2nd Installment : 10,000TK (Before Chapter-3)
- 📩 3rd Installment : 5000TK (Before Chapter-6)
- ✅ Payment method- ডাচ বাংলা ব্যাংক ,bKash,USDT
- 🎧 TRAINING METHOD-VIA GOOGLE MEET
- বিঃদ্রঃ টোটাল কোর্স ফি ২৫হাজার টাকা ,এককালীন পরিশোধে ২৩ হাজার টাকা। CHAPTER-6 (ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং) ছাড়া কোর্স ফি ২০হাজার টাকা, এককালীন পরিশোধে ১৮ হাজার টাকা। উল্লেখ্য যে,আপনার লেপটপ/ডেস্কটপ,ইন্টারনেট কানেকশন ,ট্রেনিং গ্রহন ও ফি প্রদানের চুড়ান্ত প্রস্তুতি যদি না থাকে তবে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।
💲TOTAL COURSE FEE: 25,000tk
Forex Training Center-Training Process-
এটি সম্পূর্ন ইন্টারনেট ভিত্তিক। সুতরাং বাংলাদেশ সহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে সরাসরি গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া যাবে। উল্লেখ্য যে এখানে কোন সোর্স ফাইল কিংবা নোট দেওয়া হবে না।কারন ট্রেনিংটি সম্পূর্ন হাতে কলমে। সুতরাং প্রতিটি ক্লাস আপনাকেই নোট করতে হবে। তবে উল্লেখ্য যে ক্লাসের সময় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ওয়েবক্যাম চালু রাখা আবশ্যক।
Class Time Selection-
ক্লাসের সময় নির্বাচন সম্পূর্ন ঐচ্ছিক। প্রতিটি ক্লাস নূন্যতম ১ থেকে ১:৩০ ঘন্টা। কোন গ্রুপ বা ব্যাচ সিস্টেম নেই। প্রতিটি শিক্ষার্থী সিঙ্গেল এবং প্রতিটি ক্লাস প্রতিদিনের লাইভ মার্কেটের উপর। ফলে লাইভ মার্কেট এনালাইসিসে আপনার দক্ষতা বেড়ে যাবে। উল্লেখ্য যে, এখানে পূর্ব থেকেই সংগৃহীত বা তৈরিকৃত কোন ইমেইজ বা ভিডিও ক্লিপ্সেরে সাহায্যে ট্রেনিং দেওয়া হয় না।
Question: গুগল মিটের মাধ্যমে ট্রেনিং ব্যবস্থা কতটুকু বাস্তব সম্মত ?
Answer: গুগল মিটের মাধ্যমে ক্লাস করার অভিজ্ঞতা যাদের নাই তারা ট্রেনিং গ্রহনের বিষয়ে নিশ্চিত হলে একটি যাচাই ক্লাস করে নিতে পারেন। তবে গুগল মিটের মাধ্যমে ক্লাস করা এবং ফেইস টু ফেইস ক্লাস করার মাঝে কোন পার্থক্য নাই।এটি অনেক সহজ এবং চমৎকার ট্রেনিং ব্যবস্থা। এ পদ্ধতিতে বিশ্বের যে কোন প্রান্ত থেকে ক্লাস নেওয়া যায়। সুতরাং এখানে না বুঝার কিছুই নাই। নিঃসংকোচে আপনি এটি গ্রহন করতে পারেন।
মন্তব্যঃ আপনার কোর্স ফি অনেক বেশি।
এ প্রসঙ্গে বলতে চাই, প্রথমতঃ বাংলাদেশে ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেটের উপর ২৭ টি ক্লাসের এমন একটি পূর্ণাঙ্গ ট্রেনিং কোর্সের সন্ধান কেউ দিতে পারবে না,যেখানে বেসিক থেকে এডভান্স লেভেলের সকল মৌলিক বিষয়াদি পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখানো হয়।আমার প্রস্তাবিত ট্রেনিং কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে,প্রতিটি ক্লাস প্রিতিদিনের লাইভ মার্কেটের উপর। পাশাপাশি এ কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে দীর্ঘদিনের পরিক্ষিত কিছু নিরাপদ ট্রেডিং স্ট্রাটেজি যা পজিশন কিংবা সুয়িং ট্রেডারদের ৯৫% পর্যন্ত Winning Trade- নিশ্চিত করবে।
দ্বিতীয়তঃ আপনি ফরেক্স শেখার নামে, নাম-মাত্র ৫/৬ টি ক্লাস করে,কিংবা এক-দুই মাসের ডেমু প্রেক্টিসের পর ২/৩ হাজার ডলার মার্কেটে বিনিয়োগ করে, কোনকিছু বুঝে উঠার আগেই লস করে ফেলার চেয়ে, মাত্র ২৫,০০০/= হাজার টাকা খরচ করে চার থেকে পাঁচমাস একজন প্রফেশনাল সক্রিয় ফরেক্স ট্রেডারের অধীনে ট্রেডিং শেখা এবং যথাযথ প্রেক্টিসের মাধ্যমে ৫ট্রিলিয়ন ডলারের মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করা কি উত্তম নয়? কারন এক্ষেত্রে আপনার সময় এবং অর্থ উভয়টা সেভ থাকবে।আমাদের অতিউৎসাহী চালাক বন্ধুরা প্রাথমিক পর্যায়ে কোন অভিজ্ঞ প্রফেশনাল ট্রেডারের দিকনির্দেশনা ছাড়াই বুকভরা স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে মার্কেটে প্রবেশ করেন। কিন্তু কোনকিছু বুঝে উঠার আগেই মার্জিনকল বিদায় ঘন্টা বাজিয়ে দেয়। SO LEARN BEFORE YOU EARN
তৃতীয়ত:-FOREXCTG-কর্তৃক প্রস্তাবিত এ ট্রেনিং কোর্সের বিশেষত্ব হচ্ছে, ট্রেনিং সিলেবাসটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, ট্রেডিং এর পাশাপাশি দেশি-বিদেশি ব্যাংক, কিংবা ইন্টারন্যাশনাল যে কোন যব ইন্টারভিউর প্রতিযোগিতাই আপনাকে এগিয়ে রাখবে ইন শা আল্লাহ।
