FOREXCTG-Unrivaled Forex Training Center in Chittagong-Bangladesh
FOREXCTG-কর্তৃক প্রস্তাবিত ৪টি সেবা বর্তমানে সকলের জন্য উন্মুক্ত রয়েছে।যদিও ইতোপূর্বে ট্রেনিং সেবাটি ছাড়া অন্য সেবাগুলো সকলের জন্য উন্মুক্ত ছিলনা।ট্রেনিং সেবার পাশাপাশি বর্তমানে ফান্ড ম্যানেজমেন্ট, গ্রুপট্রেডিং ও ইনিস্টিটিউশনাল ট্রেনিং সেবা সকলের জন্যই উম্মুক্ত হওয়ার ফলে গ্লোবাল ফরেক্স ট্রেডারদের জন্য নতুন সুযোগ তৈরি হলো। অতএব বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরেক্স ট্রেডারদের উক্ত সেবা সমূহে স্বাগতম।যদি প্রয়োজনীয়তা অনুভূত হয় তবে উক্ত সেবা সমূহের যে কোন একটি নিঃসংকোচে আপনি গ্রহন করতে পারেন।
01:Forex basic to advance Pro-Training course-
বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফরেক্স ট্রেডারগন এ ট্রেনিং কোর্স গ্রহন করে উপকৃত হয়েছে।যেখানে বেসিক থেকে এডভান্স লেভেলের সর্বমোট ২৮ টি ক্লাসে প্রায় ৮০ টি অনুচ্ছেদে ফরেক্স মার্কেটের সূক্ষ থেকে সূক্ষ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।যারা ক্যারিয়ার হিসাবে ফরেক্স মার্কেট কে নিতে চান তারা এ সেবাটি গ্রহন করতে পারেন।নতুনদের জন্য এটি অপরিহার্য । সুতরাং ৮/১০ টি ক্লাসে ফরেক্স শিখতে গিয়ে অযথা নিজের শেখা কে প্রশ্নবিদ্ধ করবেন না।আর যারা দুই তিন বছর ট্রেড করেও কোন সুফল পাচ্ছেন না তারা প্রয়োজনে টেকনিক্যাল,ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল ও স্ট্রাটিজি উক্ত অধ্যায় সমূহের ক্লাসগুলো নিতে পারেন এ ক্ষেত্রে কোর্স ফি মাত্র ১,৪০০০/=টাকা।
02:Blockchain & Cryptocurrency
Blockchain & cryptocurrency- হচ্ছে বর্তমানে উদীয়মান অনলাইন ভিত্তিক ডিজটাল ট্রেডিং প্লাটফর্ম।যেখানে বিশ্বের বৃহত্তম ব্লকচেইন কম্পানিগুলোর ইউটিলিটি নির্ভর ক্রিপ্টোকারেন্সিগুলো সরাসরি কেনা-বেচা হয়ে থাকে।এটি সম্পূর্ন ডিসেন্ট্রালাইজড একটি মার্কেট যার দৈনিক গড় ট্রেডিং ভলিয়ম ২.৫০ ট্রিলিয়ন ডলার।কোন ব্যাক্তি,প্রতিষ্ঠান কিংবা দেশ এ মার্কেটের নিয়ন্ত্রকের ভুমিকায় নেই।তবে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন অর্থিক প্রতিষ্ঠানগুলো এ মার্কেটের বড় খেলোয়াড় হিসাবে বিদ্যমান আছেন।ইতোমধ্যে প্রায় ৪৫০টির মত ক্রিপ্টো ট্রেডিং ব্রোকার সমগ্র বিশ্বের বিলিয়ন বিলিয়ন ট্রেডারদের কে উক্ত মার্কেটে ট্রেডিং সেবা প্রদান করছে।উল্লেখ্য যে এটি খুবই লাভজনক একটি প্লাটফর্ম যার বহুমাত্রিক সুবিধাগুলো বর্ননাতীত।
Crypto Training course: Fee 7000TK
- [01]♦️Blockchain & cryptomarket-
- [02]♦️Basic concept of trading market.
- [03]♦️Pattern & Market language
- [04]♦️Market Pattern identification Part:-01
- [05]♦️Price action trading:-02
- [06]♦️DeFi wallet maintenance-P1
- [07]♦️DeFi wallet maintenance-P2
- [08]♦️All about Coin & Token-P1
- [09]♦️RUG PULL analysis
- [10]♦️Account & Trading
⚡ Learn to become an expert crypto trader ⚡
📌 classes
03:Trading signal service
বর্তমানে যেসব ফরেক্স ট্রেডারগন স্বল্প পুঁজি দিয়ে ট্রেড করছেন অথবা ট্রেডিং মার্কেটে বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রুপট্রেডিং সেবাটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য।কারন গ্রুপট্রেডিং আপনাকে ট্রেংডিং মার্কেট থেকে ঝরে পড়তে দিবেনা।কারন আপনি একজন প্রফেশনাল ট্রেডারের তত্তাবধানে পরিচালিত হচ্ছেন।আপনি স্বল্প পুঁজি দিয়ে মোটামুটি ভাল একটি সূচনা করতে পারবেন। সাধারনত প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩ টি ট্রেডিং সিগনাল দেয়া হবে যা সম্পূর্ন মার্কেট ভোলাটালিটির উপরই নির্ভর করবে। পাশাপাশি সিগনাল গুলো সেশন ভিত্তিক প্রদান করা হবে। সূতরাং ফুল টাইম ট্রেডার না হলেও নূন্যতম আপনাকে ইউরোপ এবং ইউএস ট্রেডিং সেশনে স্কাইপে সক্রিয় থাকতে হবে।
- [01]♦️Fee: 20,000TK
- [02]♦️Total Classes: 27
- [03]♦️Course duration: 2Month
- [04]♦️Chapter-01: Forex basic
- [05]♦️Chapter-02: Technical analysis
- [06]♦️Chapter-03: Fundamental.
- [07]♦️Chapter-04: Sentimental analysis
- [08]♦️Chapter-05: Strategy
- [09]♦️Chapter-06: Crypto trading
- [10]♦️Market: Forex & Crypto
- [11]♦️Class Time: 8:00 PM to 11:PM
- [12]♦️Trading signal: YES (TS)
- [01]♦️Fee: 10,000TK
- [02]♦️Classes: 14
- [03]♦️Course duration: One Month
- [04]♦️Chapter-01: Forex basic
- [05]♦️Chapter-02: Technical analysis
- [06]♦️Chapter-03: Fundamental.
- [07]♦️Chapter-04: Sentimental analysis
- [08]♦️Chapter-05: Strategy
- [09]♦️Class: 1Hours to 1.30H
- [10]♦️Market: Forex only
- [11]♦️Class Time: 8:00 PM to 11:PM
- [12]♦️Trading signal:YES(TS)
- [01]♦️Fee: 7000TK
- [02]♦️Total Class:10
- [03]♦️Duration: 20 Days
- [04]♦️Market: Cryptocurrency
- [05]♦️Class: 1 Hour
- [06]♦️Class time: 8:00PM to 11:00PM
- [07]♦️Training method: Skype
- [08]♦️Symble: Coin & Token
- [09]♦️Trading signal: Yes (TS)
- [10]♦️Signal Fee: 100$/Month
- [11]♦️Payment: USDT
- [12]♦️Fund management:YES(TS)
⚡ We are Proposing Forex & Crypto Training course ⚡
⚡ Basic to Advance course-
⚡ Forex Selected classes-
⚡ Crypto training course-
04:Institutional training
বর্তমানে অনেক ট্রেনিং ইনিস্টিটিউটে ফ্রিলেন্সিং বিষয়ক বিভিন্ন কোর্সের পাশাপাশি ফরেক্স ট্রেনিং কেও অন্তরর্ভুক্ত করতে দেখা যায়।কিন্তু অনভিজ্ঞতার ফলে অনেক আগ্রহী স্টুডেন্ট প্রতিষ্ঠান থেকে সন্তোষজনক রেজাল্ট না পেয়ে হতাশা ব্যক্ত করেন। কারন আমরা বিভিন্ন কোর্স চালু করলেও কার্যত এগুলো কতটুকু বাস্তবমুখী তা বিচার করার নৈতিক মূল্যবোধ আমাদের অনেকেরই থাকেনা। ফলে প্রাপ্তির চেয়ে হারাতে হয় বেশি।অতএব যেসব ট্রেনিং প্রতিষ্ঠান ফরেক্স ট্রেডিংয়ে আগ্রহীদের প্রফেশনাল লেভেলের সেবা দিতে চান তারা আমার ট্রেনিং টি নিশ্চিত মনে গ্রহন করতে পারেন।এতে প্রতিষ্ঠান এবং ক্লায়েন্ট উভয়ে উপকৃত হবে বলে আমি আশাবাদী। (বিদ্রঃ প্রাতিষ্ঠানিক ক্লাসগুলো অনলাইনেই হয়ে থাকে।প্রয়োজন শুধু একটি প্রজেক্টর ।
Forex training center in Chittagong-
উপরোক্ত চারটি সেবা বর্তমানে সবার জন্য চালু রয়েছে। সূতরাং বিশ্বের যে কোন প্রান্তের ফরেক্স ট্রেডারদের স্বাগতম।আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফরেক্স ট্রেডার। ৫ ট্রিলিয়ন ডলারের এ মার্কেট প্লেসে নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে আসুন। ফরেক্স অনলাইন ট্রেনিং একাডেমী আপনাকে সঠিক গাইড লাইন এবং সফল ট্রেডার হিসাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। ফরেক্স অনলাইন ট্রেনিং একাডেমী যোগ্যতা দিয়েই কথা বলে। সূতরাং আপনার গুরুত্বপূর্ন সময়টুকু কাজে লাগাতে আজই সিদ্ধান্ত নিন।
উল্লেখ্য যে আমি প্রতিটি নতুন ফরেক্স ট্রেডারের জন্য ট্রেনিং কোর্স বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারন এ ট্রেনিং কোর্সে যা পাবেন তা আপনি আগামী ৫ বছর মার্কেট স্টাডি করেও হয়তো পাবেন না। কারন এখানে সব প্রাকটিক্যাল বিষয়াদি শেখানো হচ্ছে। পাশাপাশি ট্রেডিং লাইফে কী সমস্যা আপনি ফেইস করতে পারেন সেসব বিষয়াদিরও সমাধান দেয়া হয়েছে। তাই আত্মনির্ভরশীল ট্রেডার হতে চাইলে এ ট্রেনিং কোর্সের কোন বিকল্প নেই। এছাড়া ট্রেনিং পরবর্তিতে গ্রুপট্রেডিংয়ে কয়েক মাস একটিভ থেকে প্রেক্টিসও সেরে নেয়ার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে লাইফ টাইম ফ্রেন্ডলি সাপোর্ট।ফরেক্স অনলাইন ট্রেনিং একাডেমী সকল ফরেক্স ট্রেডারদের কল্যাণ কামনা করে।
Top Reasons Why Forex Traders Lose Money.Read carefully-
বর্তমানে আমাদের সমাজে অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে অন্ধের মত ট্রেড করেন এবং ক্রমাগত লস করে থাকেন। মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানেনা কিন্তু ভাবসাবে বিলগেটস!! কিছুদিন পর পর নিত্যু নতুন স্ট্রাটিজি দিয়ে ভাগ্য পরীক্ষায় নেমে পড়েন কিন্তু এটা শুধু মরিচিকার পিছনে ছোটা ছাড়া ভিন্ন কিছু নয়। বড় আশ্চর্যের বিষয় হলো এ জাতীয় লোকদের কাছে ফরেক্স সংক্রান্ত কোন পরামর্শ চাইতে গেলে তারা ইচ্ছুক ব্যাক্তিকে একটি ডেমো একাউন্ট খুলে টারমিনালে বাই ও সেলিং কমান্ড শিখিয়ে দেন। বাস ফরেক্স শেখা শেষ....!! এখানে শেখার কি আছে ? সবই অনলাইনে পাওয়া যায়..! আর শিষ্য কে নিজের দূর্বলতা ঢাকতে শিখিয়ে দিবে এক মহান বুলি “প্রত্যেকটা সেক্টরে ব্যর্থরাই ট্রেইনার” নিজে ইনকাম করলে আবার কেউ শিখায় ? ”
এর পর শিষ্য ট্রেডিং বিষয়ে অন্ধকারেই থেকে যায়। আর গুরুর পিছনে বিশেষ কোন মন্ত্রের আশায় দৌড়াতে থাকে। কিন্তু ফলাফল শূন্য। এটা আমাদের সমাজের চরম বাস্তবতা।এছাড়া এ জাতীয় মানুষ গুলোর মাঝে প্রশিক্ষন গ্রহনের বিষয়ে এক প্রকারের এলার্জিও কাজ করে। কারন তারা ট্রেডিং মার্কেটের কিছুই না বুঝে ৫/১০ লক্ষ টাকা নষ্ট করতে রাজি আছে, তবে ১৫/২০ হাজার টাকা খরচ করে ফরেক্স শিখতে রাজি নয়। এবং অন্যকেও মার্কেট কন্সেপট শিখার পরামর্শ দিতে কৃপনতা করে থাকে।