Forex Training Center in Bangladesh-
Foreign exchange (Forex or fx for short) is the marketplace for trading all the world's currencies and is the largest financial market in the world- এছাড়াও ফরেক্স মার্কেটে মূদ্রা ক্রয়-বিক্রয়ের পাশাপাশি বিশ্বের বৃহত্তম কোম্পানি Google,Yahoo,Facebook, Microsoft,IBM,Coca-cola- সহ ইত্যাদি কোম্পানি সমূহের শেয়ারও কেনা-বেচা করার সুযোগ রয়েছে। এক কথায়, একজন ফরেক্স ট্রেডার ঘরে বসেই Metaquotes সফটওয়্যারের সাহায্যে কারেন্সি ট্রেডিং সহ বিশ্বের বৃহত্তম New York stock exchange ও UK stock exchange-এর আওতাভুক্ত কোম্পানি গুলোর শেয়ার সমূহ ক্রয় বিক্রয়েরও সুযোগ পেয়ে থাকেন ! যা সত্যিই অসামান্য।
বর্তমানে ফরেক্স হলো বিশ্বের বৃহত্তম Liquid Market-যেখানে তারল্যের কোন সংকট নেই। পাশাপাশি কোন প্রকার কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট করারও সুযোগ নেই। ফরেক্স মার্কেটের বিস্তৃতি সমগ্র বিশ্বব্যাপি এবং এটি বিশ্বের বৃহত্তম নিউ ইউর্ক স্টক এক্সেচেঞ্জ হতেও বহু গুন বড়। উপযুক্ত প্রশিক্ষন ও guideline এর মাধ্যমে যে কোন শিক্ষিত ব্যক্তির পক্ষে মাত্র ৪ থেকে ৫ মাসে বিশ্বের বৃহত্তম এ ট্রেডিং মার্কেটে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে উল্লেখ্য যে কোন প্রকার প্রশিক্ষন ছাড়া উক্ত মার্কেট প্লেসে সফল হওয়া সম্ভব নয় এবং এমনটি প্রত্যাশা করা শুধুমাত্র স্বপ্ন দেখা ও সময় নষ্ট করা ছাড়া ভিন্ন কিছু নয়। বর্তমানে ইন্টারনেট জগতে যারা ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তাদের প্রথম পছন্দ হওয়া উচিত Forex Trading. কারন Forex Trading- জগতে Training পরবর্তি সময়ে একজন ট্রেডার সরাসরি Income-এ চলে যেতে পারে, বিপরীতে অন্যসব মাকের্ট প্লেসে কাজ পাওয়াটাই এক প্রকার সোনার হরিণ ।
Forex Trading-এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, ফরেক্সে থেকে আয় করাটি একজন ফরেক্স ট্রেডারের উপরই নির্ভর করে। কারন এখানে কোন প্রকার কাজের জন্য বিড বা প্রতিযোগিতা করতে হয় না। একজন Forex Trader- যে কোন সময়ে ফরেক্স মার্কেট সম্পর্কিত Income source- গুলো থেকে ২৪ ঘন্টা আয় করার সুযোগ পেয়ে থাকেন। কারন বর্তমানে ফরেক্স মার্কেট কে কেন্দ্র করে গড়ে উঠেছে বহুমুখী ব্যবসায়ীক প্রকল্প। ফরেক্স শুধু মাত্র ট্রেডিং এ সীমাবদ্ধ নয়। এখানে বহুমুখী আয়ের সুযোগ রয়েছে।তাই যেসব ভাই ও বোনেরা ইন্টারনেট জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাদের কে আমি ফরেক্স ট্রেডিং জগতে স্বাগত জানাচ্ছি।
এছাড়া বর্তমান Freelancing জগতে যারা বিভিন্ন কাজ শিখে আয় করতে পারছেন না, অথবা শতবার কাজের জন্য বিড করার পরেও কাজ পাচ্ছেন না তাদের প্রতি Request!! আপনারা ফরেক্স শিখুন, ফরেক্স অন্য দশটি অনলাইন ইনকাম সোর্স থেকে সম্পূর্ন ভিন্ন ও একটি ব্যতিক্রম ধর্মী Market place.ফ্রিলেন্সিং মার্কেট প্লেসের কষ্টগুলো আপনাকে ফরেক্স মার্কেটে করতে হবে না।এছাড়াও আমি মনে করি আপনাদের অন্যসব অনলাইন ভিত্তিক কাজের দক্ষতাগুলো উক্ত মার্কেট প্লেসে দ্রুত সফল হওয়ার ব্যাপারে খুব বেশি সহায়ক হবে।
তবে উল্লেখ্য যে ফরেক্স মার্কেট মূলত Investment market, এখানে ট্রেড করতে একজন ট্রেডার কে অবশ্যই অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু কোন প্রকার Pocket money বিনিয়োগ না করেও আমরা উক্ত ট্রেডিং মার্কেটে ট্রেড করতে পারি । তাই H.S.C+ কোন ছাত্র , শিক্ষিত বেকার কিংবা যে কোন কর্মজীবি ফুলটাইম অথবা পার্টটাইম উপার্জন হিসাবে উক্ত ট্রেডিং মার্কেট কে বেছে নিতে পারেন। যথাযথ প্রশিক্ষন ও পরিকল্পিত কাজের মাধ্যমে একজন নবীন ট্রেডারের জন্যে ১২ মাসে নূন্যতম $2000 ডলার সমপরিমানের পুজিঁ সংগ্রহ করে প্রতি মাসে গড়ে $200 থেকে $300 ডলার অর্থাৎ ১৬,০০০/= টাকা থেকে ২৪,০০০/= টাকা পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে।তাই আমি মনে করি ইন্টারনেট জগতে অযথা সময় অপচয় না করে ইন্টারনেটের মত বিশাল এক প্রাপ্তিকে আমাদের কাজে লাগানো উচিত।
The Importance of Forex Trading Courses-
Some Forex traders fail because they try to run even before they can walk- বর্তমানে আমাদের সমাজে অনেক ভাই ও বন্ধু আছেন যারা ফরেক্স মার্কেটের উপর কোন প্রকার প্রশিক্ষন ছাড়া শুধুমাত্র কয়েকটি অনলাইন ভিডিও কিংবা দু’একটি পিডিএফ পড়ে উক্ত মার্কেটে অগ্রসর হওয়ার চেষ্টা করে থাকেন। কিন্তু দূঃখের বিষয় হচ্ছে তারা বেশি দূর অগ্রসর হতে পারেন না।প্রাথমিক অবস্থায় তারা প্রশিক্ষন গ্রহন করা কে এড়িয়ে চলেন।আবার এমনও অনেকে আছেন যারা প্রশিক্ষনের কথা বললে ধান্দাবাজি মানে করেন এবং বিদ্বেষ মূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকেন। তাদের বক্তব্য হচ্ছে অনলাইনে সব কিছুই পাওয়া যায়। প্রশিক্ষনের প্রয়োজন কি ? সমস্যাটি শুধু ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেই নয় বরং ইন্টারনেট ভিত্তিক প্রায় সব কাজের ক্ষেত্রেই তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা এমনই। অথচ নির্দিষ্ট একটি সময়ের পর তারা নিজেদের কর্ম ব্যর্থতার প্রধান কারন গুলো কিন্তু ঠিকই খুঁজে বের করে এবং প্রশিক্ষনের প্রয়োজনীয়তাও অনুভব করে। যদিও ততদিনে অনেক সময় ও টাকা হাতছাড়া হয়ে যায়।
আবার ক্ষেত্র বিশেষে কিছু অতিচালাক ব্যাক্তিকে দেখা যায়, যারা অল্পতেই সবকিছু বুঝে যান। তারা প্রায় সব বিষয়ে অভিজ্ঞ কিন্তু সমস্যা হল তারা নিশ্চিত করতে পারেন না যে তারা কি চান এবং কি ভাবে চান ? পরিণতিতে তারা কোন একটি Income source-এর সুফল ভোগ করতে পারেন না । এছাড়া তাদের ভিতর চরম অস্থিরতাও কাজ করে, যেমন কিছুদিন ফরেক্স নিয়ে ব্যস্ত ? কিছুদিন SEO!কিছুদিন ওয়েব ডিজাইন ইত্যাদি ইত্যাদি ।আবার কখনো কখনো সবকিছু বাদ দিয়ে অমুক ভাইয়ের এ সমস্যা, তমুক ভাইয়ের ঐ সমস্যা ইত্যাদি নিজের ব্যার্থতা ঢাকতে হাজারো সমস্যার ফিরিস্তি ....। দীর্ঘ ফ্রিলেন্সিং ক্যরিয়ারে মহা পন্ডিত ব্যার্থ লোকদের উপর আমার দীর্ঘ গবেষণার রেজাল্ট এমনই । তাই নবাগতদের প্রতি প্রত্যাশা থাকবে যদি ইন্টারনেট জগতে সত্যিই ক্যরিয়ার গড়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিচিত কোন অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে অগ্রসর হোন। ইন শা আল্লাহ খুব সহজেই অগ্রসর হতে পারবেন।এক্ষেত্রে সময় ও টাকা দু্টোই বাঁচবে।
Successful and Unsuccessful Forex traders in Bangladesh
- 1. শেয়ার মার্কেট বা stock exchange-এর সাথে সম্পৃক্ত ট্রেডারগন, যারা শেয়ার মার্কেটের চিন্তা-ভাবনা কে ফরেক্স মার্কেটে প্রয়োগের চেষ্টা করে থাকেন।
- 2. অতি উৎসাহি বিনিয়োগকারীগন। যারা মার্কেট বুঝে উঠার আগেই বিনিয়োগে চলে যান এবং বাচ্ছা সুলভ আচরণ করে থাকেন।।
- 3. দুই সংখ্যার Investor-যারা ছোটছোট অংকের অর্থ বিনিয়োগ করে বৃহৎ স্বপ্ন দেখে।এবং ফরেক্স কেই সকল প্রাপ্তির একমাত্র অবলম্বন মনে করে।
- 1.Long term trader-যারা বড় বিনিয়োগ নিয়ে LONG TERM ট্রেড করে থাকেন এবং ইনকাম সোর্স হিসাবে ট্রেডিংয়ের বিকল্প কোন পথ খোলা রাখেন।
- 2.Group Trader-অর্থাৎ যে সব ট্রেডারগন সম্মিলিত ভাবে ট্রেড করেন এবং দীর্ঘ পরিসর বা লং ফোকাসে মার্কেট এনালাইসিস করে থাকেন।
- 3.Scalping ও Hedging-এড়িয়ে চলা ট্রেডারগন যারা Risk & reword-এর ভিত্তিতে Swing ,intraday ,Long term স্টাইলে ট্রেড করে থাকেন।
ফরেক্স মার্কেটে ক্ষতিগ্রস্থ ট্রেডার কারা ?
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার কারা ?
Forex Trading in Bangladesh- বাংলাদেশে ফরেক্স মার্কেট সম্ভাবনা
Forex trading- বর্তমান বিশ্বে নির্ভরযোগ্য একটি Trading Platform- ও বহুমুখী আয়ের উৎস হিসাবে খ্যাতি অর্জন করেছে।যার ছোঁয়া আমরাও পেয়েছি, এটি এক বিশাল সম্ভাবনাময় মার্কেট। আমাদের বেকারত্ব নিরসনে ফরেক্স হতে পারে বড় একটি সাপোর্ট,ইতোমধ্যে আমরা অনেকেই এ মার্কেটে নিজেদের অবস্থান বিশ্ব দরবারে প্রমান করতে সক্ষম হয়েছি। আজ উন্নত দেশের বিনিয়োগকারীগন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাই স্কীল্ড ফরেক্স ট্রেডারদের কে নিজেদের ব্যবসায়িক অংশীদার হিসাবে বিবেচনা করছেন যা আমাদের মত মধ্যম আয়ের দেশের জন্য অনেক বড় সুখবর।
এছাড়া বর্তমানে ইন্টারনেট ভিত্তিক আয়ের উৎস সমূহ থেকে বাংলাদেশের গড় বাৎসরিক আয়ের পরিমান ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। আমাদের প্রত্যাশা ইন্টারনেট ভিত্তিক এক ট্রিলিয়ন মার্কিন ডলারের আউটসোর্সিং সেক্টর থেকে গড় বাৎসরিক আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা যা আমাদের বর্তমান জিডিপিতে ৫% অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাই বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে আমরাও তথ্য প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে ব্যাক্তিগত সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও বিশাল অবদান রাখতে নিরলস কাজ করতে পারি। তাই এ সম্ভাবনা কে কাজে লাগাতে এগিয়ে আসুন, আপনার গুরুত্বপূর্ন সময়টুকু অবহেলায় নষ্ট করা থেকে বিরত থাকুন।