Forex Trading in Bangladesh
Forex Trading in Bangladesh

Forex Bangladesh-We are Proposing Fx & Crypto Training course

What is Forex training?Ans:Forex training is a type of specialized instruction or mentorship that provides skills and information about forex trading tactics, methods, and successful practices- এ মার্কেটে সফলতার পূর্বশর্ত হলো যথাযথ প্রশিক্ষন ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। কারন Forex market-এ রাতা-রাতি কিছুই করা সম্ভব নয়। একজন ফরেক্স ট্রেডার হিসাবে ট্রেডিং জীবনে বহু স্বপ্ন দেখতেই পারেন, তবে স্বপ্ন পূরনের জন্য অবশ্যই আপনার পরিকল্পনা ও সামর্থের কথা বিবেচনা করা উচিত। অন্যথায় স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের মাধ্যে যারা ফরেক্স থেকে কোন প্রকার ট্রেনিং ও প্রস্তুতি ছাড়া দ্রুত সফলতার স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এমন চাওয়া কখনো পাওয়াই পরিনত হবে না। এটি অযথা সময় ও অর্থ নষ্ট করা ছাড়া ভিন্ন কিছু নয়। কারন ফরেক্স হচ্ছে অন্যসব ফ্রিল্যান্সিং প্রোগ্রাম থেকে সম্পূর্ন আলাদা। ফলে আপনি সহজেই এটি অর্জন করতে পারবেন না।পরিসংখ্যানে বলা হয়ে থাকে এ মার্কেটে আগতদের ৯৫% ই ক্ষতিগ্রস্থ। অতএব কোন রকম account ওপেন করে Buy & Sell এ ক্লিক করা জানলেই মনে করবেন না যে, অনেক কিছুই বুঝে গেছেন। আপনার এমন হঠকারিতার ফলাফল তিক্ততা ছাড়া কখনো মিষ্টি হবে না।

বর্তমান বিশ্বে ফরেক্স মার্কেট কে কেন্দ্র করে বহু Investment company- গড়ে উঠেছে। ট্রেডিং মার্কেটে সফলতার জন্য ইন্ভেস্টমেন্ট ফার্ম গুলো বড় বড় Economy Expert- নিয়োগ দিয়ে থাকেন যারা মার্কেট observation ও analysis- এর মাধ্যমে প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। বিপরীতে ফরেক্স নিয়ে আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি দেখলে একথা উপলব্ধি হয় যে ,ফরেক্স বোদ্ধারা আমাদের কাছে বাচ্চা সমতুল্য...!! ফরেক্স ?? সেটাতো হাতের মোওয়া ....!! এখানে শেখার কি আছে?

এমনটাই বর্তমান সমাজের তথাকথিক ফরেক্স ট্রেডারদের দৃষ্টিভঙ্গি ।এদের বৃহৎ অংশটি চরম ভাবে ব্যার্থ।তাদের চিরায়ত স্বভাব হচ্ছে কিছুদিন পরপর বিনিয়োগ করবে আর সপ্তাহ বা মাস না যেতেই মার্কেট আউট হয়ে হতাশায় ভোগবে। এছাড়াও দীর্ঘ তিন চার বছর ট্রেড করেও ফরেক্স থেকে চার অংকের ইনকাম করতে না পারা ব্যার্থদের এক শ্রেনী আছে, যারা ফরেক্স গুরু সেজে প্রতিনিয়তই নবাগতদের সাথে প্রতারনা করছে। এটি পরনিন্দা নয় বরং আত্ম সমালোচনা ও নবীনদের জন্যে সতর্ক বার্তা। তাই সর্বপরি কথা হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

Forex training center-Training Process-

এটি সম্পূর্ন ইন্টারনেট ভিত্তিক। সুতরাং বাংলাদেশ সহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে সরাসরি স্কাইপের মাধ্যমে ক্লাস নেওয়া যাবে। উল্লেখ্য যে এখানে কোন সোর্স ফাইল কিংবা নোট দেয়া হবে না।কারন ট্রেনিংটি সম্পূর্ন হাতে কলমে। সুতরাং প্রতিটি ক্লাস আপনাকেই নোট করতে হবে। তবে উল্লেখ্য যে ট্রেনিংটি সম্পূর্ন আপনার কাছে আমানত তুল্য । কারো সাথে শেয়ার করার অনুমতি নেই।ক্লাসের সময় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ওয়েবক্যাম চালু রাখা আবশ্যক।

Class time selection-

ক্লাসের সময় নির্বাচন সম্পূর্ন ঐচ্ছিক। প্রতিটি ক্লাস নূন্যতম ১ থেকে ১:৩০ ঘন্টা। কোন গ্রুপ বা ব্যাচ সিস্টেম নেই। প্রতিটি শিক্ষার্থী সিঙ্গেল এবং প্রতিটি ক্লাস প্রতিদিনের লাইভ মার্কেটের উপর। ফলে লাইভ মার্কেট এনালাইসিসে আপনার দক্ষতা বেড়ে যাবে। উল্লেখ্য যে এখানে পূর্ব থেকেই সংগৃহীত বা তৈরিকৃত কোন ইমেইজ কিংবা ভিডিও ক্লিপ্সেরে সাহায্যে ট্রেনিং দেয়া হবে না।

Question: স্কাইপির মাধ্যমে ট্রেনিং ব্যবস্থা কতটুকু বাস্তব সম্মত ?

Answer: স্কাইপের মাধ্যমে ক্লাস করার অভিজ্ঞতা যাদের নেই তারা ট্রেনিং গ্রহনের বিষয়ে নিশ্চিত হলে একটি যাচাই ক্লাস করে নিতে পারেন। তবে স্কাইপের মাধ্যমে ক্লাস করা এবং ফেইস টু ফেইস ক্লাস করার মাঝে কোন পার্থক্য নেই।এটি অনেক সহজ এবং চমৎকার ট্রেনিং ব্যবস্থা। এ পদ্ধতিতে সমগ্র বিশ্বে ট্রেনিং কার্য্যক্রম পরিচালতি হচ্ছে। সুতরাং এখানে না বুঝার কিছুই নেই। নিঃসংকোচে আপনি এটি গ্রহন করতে পারেন।

মন্তব্যঃ আপনার কোর্স ফি অনেক বেশি।

এ প্রসঙ্গে বলতে চাই, প্রথমতঃ বাংলাদেশে ফরেক্স মার্কেটের উপর ২৮ টি ক্লাসের এমন একটি পূর্ণাঙ্গ ট্রেনিং কোর্সের সন্ধান কেউ দিতে পারবে না।যেখানে বেসিক থেকে এডভান্স লেভেলের সকল মৌলিক বিষয়াদি শেখানো হয়।আমার প্রস্তাবিত ট্রেনিং কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, ট্রেনিং পরবর্তীতে একজন নবীন ট্রেডার আরো দু’মাস প্রেক্টিকেল পিরিয়ডে লাইভ মার্কেট ট্রেডিংয়ের জন্য নিজে কে প্রস্তুত করতে সক্ষম হন। উল্লেখ্য যে আমি কোন স্টুডেন্ট কে ডেমু প্রেক্টিস করায় না।বরং সেন্ট সার্ভারে $30 বিনিয়োগ করিয়ে নূন্যতম দুই থেকে তিন মাস ট্রেনিং পরবর্তীতে প্রেক্টিস করিয়ে থাকি।আর উক্ত একাউন্টের পোর্টফলিওর উপরই নির্ভর করে তার পরবর্তী পদক্ষেপ।

দ্বিতীয়তঃ আপনি ফরেক্স শেখার নামে, নাম-মাত্র ৫/৬ টি ক্লাস করে,কিংবা এক-দুই মাসের ডেমু প্রেক্টিসের পর ২/৩ হাজার ডলার মার্কেটে বিনিয়োগ করে, কোন কিছু বুঝে উঠার আগেই লস করে ফেলার চেয়ে, মাত্র ২০,০০০/= হাজার টাকা খরচ করে চার থেকে পাঁচ মাস একজন প্রফেশনাল সক্রিয় ফরেক্স ট্রেডারের অধীনে ট্রেডিং শেখা এবং যথাযথ প্রক্টিসের মাধ্যমে ৫ট্রিলিয়ন ডলারের মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করা কি উত্তম নয়? কারন এক্ষেত্রে আপনার সময় এবং অর্থ উভয়টা সেভ থাকবে।আমাদের অতি চালাক বন্ধুরা প্রাথমিক পর্যায়ে মার্কেট বুঝে উঠের আগেই বড় বিনিয়োগ করে অর্থিক ভাগে ক্ষতিগ্রস্ত হোন।কিন্তু যখন মার্কেট টি আস্তে-আস্তে বুঝতে শেখেন তখন আর বিনিয়োগের সামর্থ রাখেন না।

forex training center in bangladesh

COMMITTED TO SUCCESS

footer image

ToS:ফরেক্স ট্রেডিং সমগ্র বিশ্বে উম্মুক্ত হলেও বাংলাদেশে নির্দিষ্ট ডিলার ব্যতীত অন্য কোন উপায়ে মুদ্রা ক্রয়-বিক্রয় অনুমোদিত নয়।এজন্য ফরেক্স চিটাগাং কাউকে এ মার্কেটে বিনিয়োগে উৎসাহিত করেনা এবং কোন ব্রোকারের প্রতিনিধিত্ত ও করেনা।অন্য দশটি ফ্রিল্যান্সিং প্রজেক্টের মতই কিভাবে অর্থ বিনিয়োগ ছাড়াই ৫ট্রিলিয়ন ডলারের এ মার্কেটের হুমুখী সুবিধাগুলো কে কাজে লাগিয়ে একটি সুন্দর ক্যারিয়ার গড়া যায় শুধু মাত্র তাই প্রস্তাব করে। ঋণ,ক্রেডিট কার্ড ব্যালেন্স,দৈনন্দিন ব্যয়ের অর্থ,একমাত্র সঞ্চয়,ফরেক্স মার্কেটে বিনিয়োগ অনুচিত। অতএব আবেগ তাড়িত হয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

©copyright Forex Chittagong 2013-2024