Best Forex Brokers in Bangla-বাংলাতে সেরা ফরেক্স ব্রোকার
A forex broker is a financial services company that provides traders access to a platform for buying and selling foreign currencies- এরা মূলত বিভিন্ন দেশের স্টক একচেঞ্জ কর্তৃক অনুমোদিত। এসব ব্রোকার সাধারনত অনলাইন ভিত্তিক হলেও মূলত এদের সার্বিক কার্যক্রম পরিচালিত হয় অফিসিয়ালী অনেক টা ব্যাংকের মতই। সাধারনত এসব ব্রোকারের অফিসিয়াল ওয়েব সাইট দেখে দু তিনজন ব্যাক্তির ছোটখাট কোন প্রতিষ্ঠান মনে হতে পারে। কিন্তু কার্যত এসব প্রতিষ্ঠান আমাদের দেশের বৃহত্তম ব্যাংক গুলোর হেড অফিসের চেয়েও কোন অংশে কম নয়। ব্রোকার হাউজের অফিসিয়াল ওয়েব সাইট টি বিভিন্ন অংশে বিভক্ত যেমন কাস্টমার সাপোর্ট সেন্টার,ফিন্যান্স সেকশন, সিকিউরিটি ডিপার্টমেন্ট,টেকনিকেল ডিপার্টমেন্ট ইত্যাদি। প্রতিটি ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন লোক দ্বারা পরিচালিত হয়ে থাকে। চলুন আলোচনা করা যাক ফরেক্স মার্কেটে ব্রোকারগুলোর ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সমূহ।
ফরেক্স ব্রোকার পরিচিতি।ব্রোকারগুলো সাধারনত দু'ভাগে বিভক্ত।
Dealing Desk- ব্রোকার
ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জিং কোম্পানী বা প্রতিষ্ঠান। যারা মূলত একজন ট্রেডারের সাথে সরাসরি মুদ্রা একচেঞ্জে লিপ্ত থাকে। এক্ষেত্রে ব্রোকার কারেন্সি কৌটের ব্যাংক প্রাইজ টি অফার করলেও মূলত সে ব্যংকের সাথে যুক্ত নয়। সুতরাং আপনার লং পজিশন গ্রহনের ক্ষেত্রে ব্রোকার আস্কিং প্রাইজে সেলার হিসাবে ট্রেড শুরু করছে। অপর দিকে আপনার শর্ট পজিশন গ্রহনের ক্ষেত্রে ব্রোকার বিড প্রাইজে বায়ার হিসাবে ট্রেড শুরু করছে। অর্থাৎ ডিলিং ডেস্ক ব্রোকারের ক্ষেত্রে একজন ট্রেডারের প্রতিপক্ষ হচ্ছে সরাসরি ব্রোকার।
No Dealing Desk- ব্রোকার
নো ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে মূলত মধ্যস্ততা কারী প্রতিষ্ঠান। যারা সাধারনত একজন ট্রেডার কে সরাসরি ব্যাংক অথবা প্রতিপক্ষ ট্রেডারের সাথে লং এবং শর্ট পজিশনে মধ্যস্ততা কারী হিসাবে কাজ করে। এ শ্রেনীর ব্রোকার দু ধরনের হতে পারে।
Electronic Communications Network-
ECN ব্রোকার বলতে মূলত বুঝানো হয়ে থাকে সে সব ব্রোকার কে যারা একজন ট্রেডারের ট্রেড কে দ্বিতীয় প্রতিপক্ষ ট্রেডারের ট্রেডের সাথে Electronic প্রক্রিয়াই যুক্ত করে দেয়। ECN ব্রোকার সাধারনত price quotation বিভিন্ন মার্কেট প্লেসে অংশগ্রহন কারীদের থেকে সংগ্রহ করে থাকে ফলে ট্রেডিং মার্কেটে ট্রেড কার্যকর হয় খুবই দ্রুত। তবে কিছু ইসিএন ব্রোকার আছে যারা ক্লায়েন্ট ট্রেড প্রতিপক্ষ ট্রেডারের সাথে যুক্ত করতে ব্যর্থ হলে ট্রেডটি সরাসরি লিকিউডিটি প্রোভাইডারের কাছে ট্রান্সফার করে ট্রেডিং মার্কেটে কার্যকর করে দেয়।
Straight Through Processing-
STP ব্রোকার হচ্ছে নিখুঁত একটি ট্রেডিং নিষ্পত্তি করন প্রক্রিয়া, যেখানে একটি ব্রোকার একজন ট্রেডার ও প্রতিপক্ষ ইন্টার ব্যাংক বা লিকিউডিটি প্রোভাইডারের মাঝে Electronic প্রক্রিয়াই মধ্যস্ততা করে থাকে। অর্থাৎ একজন ট্রেডারের লং বা শর্ট পজিশন সরাসরি ট্রেডিং মার্কেটে কার্যকর হয় মূলত তৃতীয় পক্ষ অর্থাৎ লিকিউডিটি প্রোভাইডার কর্তৃক প্রদত্ত প্রাইজে। ফলে ট্রেডারদের প্রতিটি ট্রেড Electronic প্রক্রিয়াই সরাসরি লিকিউডিটি প্রোভাইডারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। এ শ্রেনীর ব্রোকার সাধারনত অনেকগুলো ব্যাংকের সাথে যুক্ত থাকে। ফলে ট্রেডিং কেন্দ্রিক বহুমাত্রিক সুবিধা তারা গ্লোবাল ট্রেডারদের কাছে প্রস্তাব করে থাকে।এজন্যই এসটিপি ব্রোকারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।
The Complete Guide to Choosing an Online Forex Broker
- 01] Permanent Address-যা আপনি সরাসরি ভিজিট করতে পারবেন। সাথে ফোন এবং ফ্যাক্স নাম্বার।
- 02] Broker Regulation-অর্থাৎ ব্রোকার কোন দেশ থেকে অনুমোদিত,রেগুলেশন প্রদানকারী সংস্থার তালিকা ভুক্ত কিনা।
- 03] Broker Liquidity provider-অর্থাৎ ব্রোকারের সাথে কোন ব্যাংক বা ইন্টার ব্যাংক যুক্ত আছে কিনা ?
- 04] Trade Execution-ক্লায়েন্টের প্রতিটি ট্রেড মার্কেটে কার্যকরের ক্ষেত্রে কত মিলি সেকেন্ড সময় লাগে তা যাচাই করা।
- 05] Security-অর্থাৎ বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত তা নিশ্চিত হওয়া।
- 06] Public Review-ফরেক্স সম্পর্কিত ফোরাম সাইটগুলাতে ট্রেডারদের মূল্যায়ন যাচাই করা।
- 07] Trading Rules-ট্রেড সংক্রান্ত নীতিমালা।
- 08] Transaction Costs-ডিপোজিট,ক্যাশ,ট্রেডিং সংক্রান্ত ব্যায়।
- 09] Deposit,Withdraw & Money back policy
- 10] Customer Service
Forex broker in Bangladesh-ফরেক্স ব্রোকার নির্বাচনে আমাদের যত সমস্যা।
বর্তমানে বাংলাদেশী ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় যে, অনেকেই ফরেক্স সম্পর্কে তেমন কোন ধারনাই রাখেনা। অনলাইনে বিভিন্ন ব্রোকারের চমকপ্রদ প্রমোশন দেখে মোটিভেট হয়ে যায়।। ব্যাস.. কালবিলম্ব না করেই ডিপোজিট করে বসেন।কিন্তু এসব প্রমোশন সংক্রান্ত নীতিমালা ও প্রাসঙ্গিক বিষয়গুলো জানা না থাকার ফলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়।বুঝার সুবিধার্থে একটি উদাহরন উল্লেখ করছি। যেমন আপনি Exness বা XM কোন একটি ব্রোকারে ট্রেড করছেন। কিন্তু আপনি জানেন না যে আপনি ফ্লটিং স্প্রীড একাউন্টে ট্রেড করছেন। ফলে আপনি যখন টাইট স্টপলস সেট করছেন তখন দেখা যাচ্ছে হাই ভোলাটালিটির কারনে আপনার স্টপলস হিট করে ট্রেডটি ক্লোজ হয়ে গেছে। হয়তোবা ক্যান্ডেল স্টিক সে পর্যন্ত ফর্ম হওয়ার সুযোগও হয়নি। এবার আপনি ব্রোকার কে ভুল বুঝছেন । আর বলে বেড়াচ্ছেন যে তারা স্টপলস হিট করায়। কিন্তু আপনি নিজেকে কখনো জিজ্ঞাসা করবেন না যে লক্ষ লক্ষ ট্রেডিং একাউন্টের মাঝে ব্রোকার শুধু আপনার একাউন্টের দিকে কেন তাকিয়ে থাকবে ?
আবার কারো সমস্যা হচ্ছে, ব্রোকার বহুমুখী ডিপোজিট বোনাস অফার করে। কিন্তু সে চিন্তা করে না যে এটা ব্রোকারের বিজনেস ফলিসি যা আমাদের জন্য ঐচ্ছিক। আবার কেউ কেউ আছে যাদের সমস্যা হচ্ছে, ব্রোকারের ক্লায়েণ্ট ভেরিফিকেশন। যা দুটি পর্যায়ে সম্পন্ন করতে হয় বলে কিছু কিছু ব্রোকারে জটিলতা রয়েছে। যদিও তা ব্রোকারের দায়বদ্ধতা ও ক্লায়েন্টের নিরাপত্তার জন্যই হয়ে থাকে ।
প্রিয় পাঠক,ব্রোকার সংক্রান্ত এমন বহুমুখী অবাস্তব ও অমূলক ধারনা পোষণকারী বহু অজ্ঞ লোকের উপস্থিতি আমাদের মাঝে বিধ্যমান রয়েছে।তাই যেকোন ব্রোকারে একাউন্ট খোলার পূর্বে অবশ্যই কোন অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ গ্রহন করতে ভুলবে না। কারন একজন নবীন ফরেক্স ট্রেডারের পক্ষে বিভ্রান্ত হওয়া ছাড়া ভাল-মন্দ যাচাই করার কোন সুযোগ নেই।
Why we should choose HF Markets
- [01] HF Brand Established: Since 2010
- [02] Regulation: FSA regulated from UK
- [03] Liquidity provider: Major 6 Bank
- [04] Market-leading insurance: €5,000,000/=
- [05] Online business year : 10years+
- [06] Multi Industry Awards : Over 20 Industry Awards
- [07] Present Account holder : 1,300,000+
- [08] Global support language : 27 language
- [09] Broker type: STP Broker
- [10] Islamic account: Yes. only for Muslim
Forex Trading in Bangladesh.How to deposit and withdraw money-
ফরেক্স মার্কেটে আর্থিক লেনদেনের বিষয় টি কিভাবে নিষ্পত্তি হয় ? ফরেক্স মার্কেট সম্পূর্ন বিনিয়োগ মার্কেট যেখানে বিনিয়োগ ছাড়া কোন প্রকার ক্রয় বিক্রয়ের সুযোগ নেই। কিন্তু এ বিনিয়োগ টি কিভাবে আদান প্রদান হয় বা বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফা আমরা কিভাবে উত্তোলন করে থাকি। এ বিষয় টি অনেকের কাছে পরিস্কার নয় । তাই উক্ত বিষয়ে সংক্ষেপে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করছি। ফরেক্স মার্কেটে প্রতিটি ব্রোকার মূলত তিনটি উপায়ে বিনিয়োগ সংগ্রহ করে থাকে এবং পেমেন্ট প্রক্রিয়াও উক্ত তিনটি উপায়েই হয়ে থাকে।
- [01] Wire Transfer: (ব্যাংকিং পদ্ধতি) ফরেন ব্যাংক গুলোর সাহায্যে ব্রোকার হাউজের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে সরাসরি ব্যাংকিং উপায়ে অর্থ বিনিয়োগ করা। উল্লেখ্য যে বিশ্বের উন্নত দেশগুলোতে এ সেবাটি চালু থাকলেও বর্তমানে আমাদের দেশে এ সেবাটি এখনো চালু হয়নি। তাই এসেবা থেকে আমরা বঞ্চিত। তবে সিস্টেম টি জানার স্বার্থে নিম্মে ব্যাংকিং উপায়ে বিনিয়োগের বিষয় টি উল্লেখ করলামঃ
- [a] কাস্টমার সাপোর্ট সেন্টারের সাহায্য নেয়া। ( যদি দেশে এরকম সেবাটি না থাকে তবে এ পদ্ধতিতে বিনিয়োগ এড়িয়ে চলুন)
- [b] বিনিয়োগ কারীর ট্রেডিং একাউন্ট রেফারেন্স হিসাবে উল্লেখ থাকা।
- [c] বিনিয়োগ কারীর ব্যাংক একাউন্ট তথ্য ও ব্রোকার হাউজে প্রদত্ত তথ্যে সামঞ্জস্যতা থাকা। অন্যথায় পেমেন্ট গ্রহন হবে না। কারন মানিলন্ডারিং এড়াতে ব্রোকার গুলো এ বিষয়ে খুবই কঠোর।
- 02| International Master Card: অর্থাৎ আন্তর্জাতিক মাস্টার কার্ডের সাহায্যে বিনিয়োগঃ তবে এটি ব্যাংক প্রদত্ত দেশের অভ্যন্তরে ব্যবহার যোগ্য মাস্টারকার্ড নয় । যেগুলো সাধারনত আমরা ব্যাংক থেকে পেয়ে থাকি।কিন্তু যদি গ্লোবাল ব্যবহার যোগ্য মাস্টারকার্ড হয় তবে তা দিয়ে অবশ্যই বিনিয়োগ করা যাবে এতে কোন সমস্যা নেই। উল্লেখ্য যে বর্তমানে এসেবা টি আমরা Payoneer কর্তৃক প্রদত্ত মাস্টার কার্ডের সাহায্যে নিষ্পত্তি করতে পারছি।
- 03| E-wallet / Digital Currency: বর্তমানে ফরেক্স মার্কেটে খুবই জনপ্রিয় একটি পেমেন্ট সিস্টেম হচ্ছে ই-ওয়ালেট বা ডিজিটাল মুদ্রা। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মূহুর্তের মধ্যেই এ সিস্টেমে অর্থ আদান প্রদান করা যাচ্ছে। যা সম্পূর্ন ই-কমার্স পদ্ধতি। এছাড়া ফরেক্স মার্কেট বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পেছনে মূলত এ সিস্টেম টি কাজ করছে। ফলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমরা এসব মুদ্রা ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারছি। এক্ষেত্রে উল্লেখযোগ্য পেমেন্ট প্রসেসর হচ্ছে NETELLER, SKRILL,WEB-MONEY সহ ইত্যাদি । পাশাপাশি এসব ই-ওয়ালেট থেকে আমরা সরাসরি আমাদের লোকাল ব্যাংক ট্রান্সফারও করতে পারি।
ফরেক্স ট্রেডিং-Our Profit & Loss summary-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের প্রফিট লস বন্টন সম্পূর্ন নির্ভর করে ব্রোকার হাউজের উপর। অর্থাৎ ব্রোকার বা একাউন্টের ধরন যদি ডিলিং ডেস্ক হয় তবে সে ক্ষেত্রে একজন ট্রেডারের অর্জিত প্রফিট ব্রোকার নিজের ব্যাক্তিগত ফান্ড থেকেই পরিশোধ করে থাকে। বিপরীতে ট্রেডারের লুজিং ফান্ডই হচ্ছে ব্রোকারের প্রফিট।অপর দিকে যদি ব্রোকার নো ডিলিং ডেস্ক এসটিপি হয়, তবে ব্রোকার ট্রেডারদের অর্জিত প্রফিট সরাসরি ব্যাংক বা লিকুইডিটি প্রোভাইডার থেকেই সংগ্রহ করে থাকে। পাশাপাশি ট্রেডারদের লুজিং ফান্ডও সরাসরি চলে যায় ইন্টারব্যাংক বা লিকুইডিটি প্রোভাইডারের কাছে। কিন্তু ইসিএন ব্রোকারের ক্ষেত্রে হিসাব টি সম্পূর্ন বিপরীত। কারন ইসিএন একাউন্টে ট্রেডারদের অর্জিত প্রফিট পরিশোধ হয় প্রতিপক্ষ ট্রেডারের লস থেকে।