Outsourcing in Bangladesh
Outsourcing in Bangladesh

Outsourcing in Bangladesh-আউট সোর্সিং ইন বাংলাদেশ-

Outsourcing in Forex:The things you need and want to know-আমরা জানি ফরেক্স হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ট্রেডিং মার্কেট।যার দৈনিক গড় ট্রেডিং ভলিয়ম ফাইভ ট্রিলিয়ন ডলার প্লাস। ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ বিজনেস।উন্নত বিশ্বে এটি এক অর্থনৈতিক বিপ্লবের নাম।যাকে কেন্দ্র করে গেড়ে উঠেছে ব্রোকিং সেবা সহ বহুমুখী বিনিয়োগধর্মী আর্থিক প্রতিষ্ঠান।প্রযুক্তির সাহায্যে আজ আমরাও এট্রেডিং মার্কেটের অংশীদার হতে পেরেছি। যা অবিশ্বাস্য হলেও শতভাগ সত্য।

ফরেক্স ট্রেডিং বনাম আউট সোর্সিং

ফ্রিল্যান্সিং বলতে সাধারনত ইন্টারনেট ভিত্তিক সকল স্বাধীন পেশাকেই বুঝানো হয়।দেশী-বিদেশী যেকোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করা কিংবা নিজে উদ্যোক্তা হয়ে ইন্টারনেট বিশ্বে নিজের পণ্য বা সেবাটি ছড়িয়ে দেয়াকেই ফ্রিল্যান্সিং বলে।এ দৃষ্টিকোন থেকে ফরেক্স মার্কেটও ফ্রিল্যান্সিংয়ের আওতাভুক্ত। কারন এখানে রয়েছে সর্বোচ্চ কর্ম স্বাধীনতা ও বহুমাত্রিক উপার্জন সুবিধা। তবে অন্য দশটি ফ্রিল্যান্সিং প্রজেক্ট থেকে ফরেক্স কিছুটা ভিন্ন।কারন এটি আর্থিক বাজার যা সম্পূর্ণ বিনিয়োগ নির্ভর।এখানে বিশ্বের প্রভাবশালী দেশের মূদ্রা,খনিজ সম্পদ,বৃহত্তর কোম্পানীর শেয়ার ইত্যাদি কেনা-বেচা হয়ে থাকে। এটি বিশ্ব অর্থ ব্যবস্থার উপরই নির্ভরশীল। অর্থনীতি, রাজনীতি,যু্দ্ধনীতি ইত্যাদি মৌলিক ইস্যুগুলো এ মার্কেট কে সর্বদা প্রভাবিত করে।আর এসব কারনেই ফরেক্স ট্রেডিং অনেক বেশি চ্যালেঞ্জিংও বটে।

ফরেক্স ট্রেডিং-বিষয়ে ট্রেডারদের দৃষ্টিভঙ্গি

আমাদের মাঝে অনেকেই ফরেক্স কেন্দ্রিক ক্যারিয়ার গড়তে চায়।কিন্তু তারা ট্রেডিংয়ের বাইরের জগত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।ফরেক্স বলতে শুধুমাত্র ট্রেডিং কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে তারা কখনই বেরিয়ে আসতে পারেনা। আমি মনে করি এটি এক প্রকার ব্যর্থতা।ফরেক্স-এর বিশালতা সম্পর্কে তাদের অজ্ঞতা লজ্জাজনক। যদিও তারা দুই-এক মাসের ডেমো প্রেক্টিসে নিজেদের সর্বজ্ঞ ভাবতে শুরুকরে। এদের বৃহৎ একটি অংশ অতি মাত্রার চালাক ।ফলে “বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি শিক্ষক” বলেই নিজেদের প্রমান করতে তারা সচেষ্ট। সময় গড়িয়ে যায়, মাস চলে যায়, বছর ঘুরে নতুন বছর আসে, কিন্তু তাদের ভাগ্য এবং মন মানসিকতা অপরিবর্তিতই থেকে যায়।

ফরেক্স বা ফ্রিল্যান্সিং জগতে সফল কাউকে পেলে তার ফোন নাম্বার সংগ্রহ করা, মাঝে মাঝে ইমোশনাল হয়ে ফোন করা ইত্যাদি তাদের রুটিনের আওতাভুক্ত।তারা সফলতা চায় তবে ফাঁকফোকর দিয়ে।তারা ওয়ারেন্ট বাপেট আর বিল গেটসের বিজনেসে ক্যারিয়ার গড়তে চায় দু’একটি ইউটিউব ভিডিও দেখে। যাইহোক চলুন এবার আমরা আলোচনা করি ফরেক্স কেন্দ্রিক ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বহুমূখী আয়ের উৎস নিয়ে।

Outsourcing in Bangladesh

Forex Outsourcing-আউট সোর্সিং ইন ফরেক্স

Outsourcing in Bangladesh

01| MQL DEVELOPER:ANY KIND OF EA,INDICATORS,SCREPT,STRATEGY

ট্রেডিং প্লাটফর্মে মার্কেট বিশ্লেষন মূলক বিভিন্ন ক্যাটাগরির উপাদান রয়েছে।যা তৈরি করে আপনি জনপ্রিয় সফটওয়্যার কোম্পানী Meta Quotes-এর মাধ্যমে গ্লোবাল ট্রেডারদের কাছে উপস্থাপন করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস,ফরেক্স কমিউনিটি,সোসাইল মিডায়া সহ ইত্যাদি মার্কেট প্লেসগুলোতে উচ্ছ বাজেটে এসব কাজের ভাল চাহিদা রয়েছে। সুতরাং MQL (Meta Quotes language) ব্যবহার করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদানের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন MQL DEVOLPER আর এসব কাজ পেতে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনাকে তেমন কোন প্রতিযোগিতা করতে হবেনা।

02| SIGNAL PROVIDER,COPY TRADING,PAMM TRADING:

Outsourcing in Bangladesh

একজন দক্ষ ফরেক্স ট্রেডার ব্যাক্তিগত ট্রেডিং সাফল্য দিয়ে আকৃষ্ট করতে পারে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের বিনিয়োগকারীদের।যারা ভাল কিছুর প্রত্যাশায় ট্রেডিং মার্কেটে সফল কোন ফরেক্স ট্রেডারের সন্ধানে থাকেন। একজন ট্রেডার চাইলে Meta Quotes সফটওয়্যার কোম্পানীর সিগনাল প্রোভাইডার হিসাবে নিজের সাফল্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে।পাশাপাশি বিভিন্ন ব্রোকার কর্তৃক প্রদত্ত প্যাম সিস্টেম ব্যবহার করে বৃহৎ ট্রেডিং পুঁজিরও অধিকারী হতে পারে। বিনিয়োগের জন্য কারো স্বরনাপন্ন হওয়ার প্রয়োজন নেই। কারন ফরেক্স ব্রোকারগুলো প্যাম্ম সিস্টেমে বিশ্বব্যপী ছড়িয়ে ছিটিয়ে থাকা যোগ্য ট্রেডারদের খুঁজে বের করে এভাবেই বিনিয়োগকারীদের চাহিদা মিটিয়ে থাকেন।

03| E-BOOK, TRAINING VIDEO,etc.. MARKETING:

Outsourcing in Bangladesh

ফরেক্স ট্রেনিং,ট্রেডিং টিপস,ট্রেডিং কলাকৌশল,ইত্যাদি শিক্ষামূলক বিভিন্ন ক্যাটাগরির ই-বুক বা ভিডিও অনলাইনে মার্কেটিং করা যায়।উন্নত বিশ্বে এগুলো খুবই জনপ্রিয় সেলস সিস্টেম।আমরা যারা এফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করি তারা অবশ্যই ফরেক্স কেন্দ্রিক এসব প্রোডাক্টের বিষয়ে অবগত আছি। চাইলে আপনিও ছড়িয়ে দিতে পারেন বিশ্বময় ফরেক্স নিয়ে আপনার প্রতিভা,অভিজ্ঞতা ও দক্ষতা।যেমন বর্তমানে বিশ্বের প্রায় ৮টি দেশে ৪৫ উর্ধ ছাত্র রয়েছে যারা ফরেক্স এর প্রাণ কেন্দ্রে থেকেও ফরেক্স শিখতে আমার মত একজন বাংলাদেশী ট্রেডারের স্বরনাপন্ন হয়েছেন। এছাড়াও বর্তমানে আমার গ্লোবাল ছাত্রের সংখ্যা প্রাই ১৫০ জন।ট্রেডিং ক্যারিয়ারের ব্যাক্তিগত একটি অর্জনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম।

04|FOREX BROKER REPRESANTATIVE AND CONSALTENT

Outsourcing in Bangladesh

অর্থাৎ উন্নত বিশ্ব থেকে পরিচালিত ফরেক্স ব্রোকারগুলোর প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ।এক্ষেত্রে আমানতদারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারন অনেকেই ব্রোকারের ব্যানার ব্যবহার করে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। চাকরির বাজার মূল্যায়ন করলে আপনি এ মার্কেট প্লেসে অনেক ভাল সেলারীতে চাকুরী পাবেন। কারন উন্নত বিশ্ব থেকে পরিচালিত এসব ব্রোকার একজন কর্মীকে যথাযথ মূল্যায়ন করে থাকে। আপনি বাংলাদেশে বসেও ভারত,সিঙ্গাপুরের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারেন।ক্লায়েন্ট সংগ্রহ করা বা মানুষকে ডেকে ডেকে ফরেক্স মার্কেটে প্রবেশ করাতে হবেনা। আপনি শুধু তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবেন।এক্ষেত্রে আপনার আইটি ও ফরেক্স বিষয়ে দক্ষতা প্রয়োজন।কাজ অনুসারে আপনি ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত সেলারী পেতে পারেন।

05| FOREX AFFILIATE AND CPA MARKETING:

Outsourcing in Bangladesh

বর্তমানে বাংলাদেশে ফ্রিলেন্সারদের বৃহৎ একটি অংশ ফরেক্স এফিলিয়েট এবং সিপিএল(ক্লিক পার লিড) নিয়ে কাজ করছে।আপনি ঘরে বসে google adwords ও fb click ব্যবহার করে বিশ্বের যেকোন প্রান্তে যেকোন নির্দিষ্ট স্থানে আপনার টার্গেট প্রোডাক্টটির মার্কেটিং করতে পারছেন। এক্ষেত্রে ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের জন্য বিশাল সম্ভাবনা রয়েছে ফরেক্স এফিলিয়েটে।যদি আপনি কয়েকটি দেশকে টার্গেট করে campaign করেন তবে নিঃসন্দেহে আপনি কিছু ক্লায়েন্ট পেয়ে যাবেন। যাদের মাধ্যমে খুলে যাবে আপনার জন্য নতুন এক দিগন্ত।কারন ফরেক্স এফিলিয়েট হচ্ছে সম্পূর্ণ রয়্যালিটি কমিশন। এজন্য ল্যান্ডিং পেজ তৈরি,কম্পেইন,টার্গেট,ই-মেইল মার্কেটিং ইত্যাদি বিষয়ে আপনার দক্ষতা প্রয়োজন। আর মৌলিক এ কাজগুলো শিখতে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে।

06| FOREX FORUM AND REFER A FRIEND PROMOTION

Outsourcing in Bangladesh

বর্তমানে যাদের পুঁজিগত সমস্যা রয়েছে তাদের জন্য বিশাল সুযোগ হচ্ছে FOREX FORUM AND REFER A FRIEND PROMOTION উক্ত দুটি ক্যাম্পেইনে কাজ করা। যদি আপনি উপরোক্ত পদ্ধতিগুলোর কোন একটির মাধ্যমেও ক্যারিয়ার গড়তে না পারেন তাহলে আপনার জন্য ট্রেডিং ক্যারিয়ার শুরু করার দারুন সুযোগ হচ্ছে ফোরাম পুষ্টিং ও রেফার এ ফ্রেন্ড প্রমোশন দুটিতে কাজ করা। যেখানে আপনার পকেট থেকে কোন অর্থ বিনিয়োগ করতে হচ্ছেনা। শুধুমাত্র ট্রেডিং বিষয়ক সচ্চ ধারনাই আপনাকে এ সেক্টরে সহায়তা করবে। পরিকল্পনা মাফিক অগ্রসর হলে মাত্র ৫ মাসেই আপনি নূন্যতম ৮০০ ডলারের পুঁজি তৈরি করতে পারবেন খুব সহজেই।তাই কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাই বোনদের প্রতি প্রত্যাশা থাকবে আপনারা এসুযোগটি কাজে লাগাতে পারেন।

07| FOREX ANALYTICAL EXPERT

Outsourcing in Bangladesh

বর্তমান বিশ্বে অনেক প্রাইভেট ট্রেডিংগ্রুপ রয়েছে যারা মেজর ট্রেডিং ইন্সট্রুমেন্টগুলোর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অবস্থা বিশ্লেষনের জন্য বিভিন্ন ক্যাটাগরির মার্কেট বিশ্লেষক নিয়োগ দিয়ে থাকেন।যদি আপনার মার্কেট বিশ্লেষন ক্ষমতা এবং দুরদর্শিতা ভাল হয়, গ্লোবাল ইকোনমি এবং পলিটিকাল ইস্যুগুলো বিশ্লেষন করে ট্রেডিং মার্কেটে এর প্রভাব ব্যাখ্যা করতে পারেন, তবে আপনার জন্যও রয়েছে এসব প্রাইভেট ট্রেডিংগ্রুপের এনালাইটিক্যাল এক্সপার্ট হওয়ার সুযোগ।অর্থনীতিতে যারা পড়াশোনা করেছেন অথবা ফাইনান্সিয়াল মার্কেট সম্পর্কে যাদের ভাল জ্ঞান আছে তাদের জন্য রয়েছে অফুরন্ত সম্ভাবনা।

Outsourcing in Bangladesh-Forex advantage-

সর্বপরি কথা হচ্ছে ফরেক্স মার্কেট অনেক বিশাল। আপনি এর যেকোন একটি সাইট নিয়েও কাজ করতে পারেন। তাই অজ্ঞতার ভিতর ঢোবে না থেকে ফরেক্স বিশ্বকে বুঝতে শিখুন।আপনার পরিবর্তনের পূর্বশর্ত হচ্ছে আপনার সঠিক পথে হাঁটা।কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এমনযে তারা নবীন ফরেক্স ট্রেডারদের অন্ধকারে ঢোবিয়ে রাখে।নিজের সীমাবদ্ধতা কে প্রকাশ করতে তারা অপারগ। কারন সেখানে স্বার্থ জড়িত। তাই সচেতনতা তৈরি করতে হবে। ফরেক্স কে ফরেক্স এর পরিচয়ে বুঝতে হবে। বহুমুখী না হয়ে সিদ্ধান্ত নিন। ইন্টারনেট জগতে ক্যারিয়ার গড়ার বিশাল প্লাটফর্ম হচ্ছে ফরেক্স মার্কেট।

তাই এমন কিছু করুন যেন ক্যারিয়ার গড়তে পারেন। কয়েন ব্যবসা,বেট-৩৬৫ ইত্যাদি পরিত্যাগ করুন।অযথা নিজের মূল্যবান সময় নষ্ট না করে নিজের প্রতি সুবিচার করুন। তবেই আপনার মাধ্যমে পরিবার,সমাজ,রাষ্ট্র সকলেই উপকৃত হবে। আপনার সাফল্যই সকলকে অনুপ্রানিত করবে। ফরেক্স বিষয়ে দায়িত্বশীলদের যারা এখনো অন্ধকারে আছে তাদের সামনে সঠিক কন্সেপ্ট তুলে ধরতে আপনাকেই ভুমিকা পালন করতে হবে। যে বিজনেস সমগ্র বিশ্বে উম্মুক্ত, যে বিজনেসে রয়েছে বহুমুখী উপার্জন সুবিধা,যে বিজনেস দিচ্ছে পূর্নাঙ্গ ক্যারিয়ার তা আমার আপনার অজ্ঞতায় যেন ঢাকা না পড়ে সে বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। কথা বলতে হবে যোগ্যতা ও অর্জন দিয়ে।

Forex Training Center in Bangladesh

footer image

ToS:ফরেক্স ট্রেডিং সমগ্র বিশ্বে উম্মুক্ত হলেও বাংলাদেশে নির্দিষ্ট ডিলার ব্যতীত অন্য কোন উপায়ে মুদ্রা ক্রয়-বিক্রয় অনুমোদিত নয়।এজন্য ফরেক্স চিটাগাং কাউকে এ মার্কেটে বিনিয়োগে উৎসাহিত করেনা এবং কোন ব্রোকারের প্রতিনিধিত্ত ও করেনা।অন্য দশটি ফ্রিল্যান্সিং প্রজেক্টের মতই কিভাবে অর্থ বিনিয়োগ ছাড়াই ৫ট্রিলিয়ন ডলারের এ মার্কেটের হুমুখী সুবিধাগুলো কে কাজে লাগিয়ে একটি সুন্দর ক্যারিয়ার গড়া যায় শুধু মাত্র তাই প্রস্তাব করে। ঋণ,ক্রেডিট কার্ড ব্যালেন্স,দৈনন্দিন ব্যয়ের অর্থ,একমাত্র সঞ্চয়,ফরেক্স মার্কেটে বিনিয়োগ অনুচিত। অতএব আবেগ তাড়িত হয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

©copyright Forex Chittagong 2013-2024